Sponsor an orphan and involve in the movement to betterment

এতিম শিশু ও বিধবা নারীদের বিনামূল্যে সঠিক এবং সুচিকিৎসা প্রদান

দরিদ্র, এতিম, কিংবা কন্যা শিশু বলে ওদের কি চিকিৎসা সুরক্ষা পাবার অধিকার নেই ?

নভেল অর্গানাইজেশন ফর রুরাল রিফর্মস (নর)-এর নিয়মিত মেডিক্যাল ক্যাম্প চলমান রয়েছে দেশের ২টি জেলায়।

এই আয়োজনের মূল লক্ষ্যঃ এতিম শিশু ও বিধবা নারীদের বিনামূল্যে সঠিক এবং সুচিকিৎসা প্রদান করা।

আমাদের এই উদ্যোগকে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করতে পারেন আপনিও।

Share the Post:

Related Posts

এতিম শিশুর সুশিক্ষায় বেড়ে উঠার নিশ্চয়তায় এগিয়ে আসুন আপনিও

আমরা যদি এতিম কন্যা শিশুদের সুশিক্ষায় বড় করতে পারি, ভবিষ্যৎূতে আমরা শিক্ষিত মা পাব, একজন শিক্ষিত মা পারেন আমাদের দেশের

Read More
Scroll to Top