‘ইস্কুলে গেলে খামু কি? সকাল বেলা মায় কামে যায়, আর আমি রাস্তায় ফুল বেচি। মা-রে ট্যাকা আইনা দিলে মায় বাজার কইরা আইন্না আমাগোরে রাইন্দা খাওয়াইবো।’
একটি শিশু কেন এমন কঠিন বাস্তবতার সম্মুখীন হবে?
আর না হোক দু-মুঠো আহারের জন্য হাহাকার। আমার আপনার সবার মত কোমলমতি এতিম শিশুরাও যেন তিন বেলা সুষম খাদ্য পায় নিশ্চিন্তে।
নভেল অর্গানাইজেশন ফর রুরাল রিফর্মস (নর) বর্তমানে ৮ শত-এর বেশি এতিম শিশু এবং তার পরিবারের দৈনন্দিন খাদ্য নিরাপত্তা দিয়ে আসছে নিয়মিত ।
চাইলে আপনিও পারেন একজন এতিম শিশুর সারা বছরের খাদ্য নিরাপত্তার দায়িত্ব নিতে।